মানিকগঞ্জে বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেসরকারি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ফিরোজা জেনারেল হাসপাতালে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। এসময় হাসপাতালে কোন দায়িত্বপ্রাপ্ত ডাক্তার না পাওয়া, প্যাথলজিক্যাল ল্যাব না থাকা, অপরিচ্ছন্ন পোষ্ট অপারেটিভসহ নানা অনিয়ম ধরা পড়ে। এতে তাৎক্ষনিক ঐ হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।