টেনিস ক্যারিয়ারে প্রথম কোন গ্রান্ড স্লাম আসরের সেমিফাইনালে উঠেছেন জন ইসনার। দেল পোত্রোর বিপক্ষে দীর্ঘ সময়ের লড়াইয়ের প্রত্যাশিত জয়ে শীর্ষ চারে উঠেছেন ফেভারিট রাফায়েল নাদাল।
মার্কিন তরুণ জন ইসনার ও কাডার মলিস রোনিকের লড়াইটা শুরু থেকেই ছিলো দারুণ উত্তাপের। প্রথম দুই সেই টাইব্রেকারে গড়াই। সেখান থেকে একটি সেট জেতেন জন। এরপর অবশ্য জনের সাথে আর পেরে উঠেননি রোনিক। দুর্দান্ত খেলে পরেই দুই সেট জিতে নেন ৬-৪ ও ৬-৩ গেমে। এ জয়ে উঠেন স্বপ্নীল সেমিফাইনালে।
যেখানে তার প্রতিপক্ষ ফেদেরারকে হারানো অ্যান্ডারসন। অন্য কোয়ার্টার ফাইনালে এক রকম ম্যারাথন লড়াই হয়েছে রাফায়েল নাদাল ও ডেল পোত্রোর মধ্যে। প্রথম দুই সেট হয় টাইব্রেকারে। তৃতয়ি সেটে হেরে ২-১ পিছিয়ে পড়েন নাদাল। পরে অবশ্য দারুণ ভাবে ঘুরে দাঁড়ান তিনি। টানা দুই সেট জিতে উঠেন সেমিফাইনালে।