আগামী ১৩ জুলাই বাংলাদেশে পালিত হবে আন্তর্জাতিক অলিম্পিক ডে। এ উপলক্ষে অলিম্পিক ভবনে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের।
১৩ জুলাই সকাল ৭টায় রমনা টেনিস গ্রাউন্ডে শুরু হবে 'অলিম্পিক ডে রান', যা শেষ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মশাল গেটে। 'ডে রানে' যে কেউ অংশ নিতে পারবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এছাড়া দেশের প্রায় প্রতিটি জেলায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হবে বিশেষ অনুষ্ঠান।