সিলেটে চার দিনের শেষ ম্যাচের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে ৮৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ইনিংসে টাইগারদের স্কোর এক উইকেটে ৫৭ রান। প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ১৬৭ রান।
৩ উইকেটে ৭৮ রান নিয়ে ২য় দিন শুরু করে শ্রীলঙ্কা। দেখেশুনে ব্যাট করেন অপরাজিত দুই ব্যাটসম্যান শিহান জয়সুরিয়া ও আসালাঙ্কা। তবে বাঁধ সাধেন কাটার মাস্টার। ৭ রানেই ফেরান আসালাঙ্কাকে। এরপর শাম্মুকে নিয়ে স্কোরবোর্ডে রান তুলতে থাকেন শিহান। ৪ উইকেটে ১২৮ রানে মধ্যাহ্ণ বিরতিতে যায় লঙ্কানরা। ফিরে এসে উইকেটের চারপাশে জমিয়ে খেলতে থাকেন দুই ব্যাটসম্যান।
তবে সানজামুলের বলে লেগ বিফোর হয়ে ফিরে যান শাম্মু। আর সেঞ্চুরি করে মুস্তাফিজের তৃতীয় শিকার হন শিহান জয়সুরিয়া। পরে আর কেউ দাঁড়াতে না পারলে ৩১২ রানে থামে তাদের ইনিংস। মোস্তাফিজ ৩টি ও সানজামুল নেন ৪ উইকেট। ২য় ইনিংসে ব্যাট করতে নেমে সাদমানের উইকেট হারিয়ে দিন শেষ করেন সৌম্য ও মিজান।