এক নজরে দেখে নিন সার্বিয়া দলের খুটিনাটি-
এক নজরে:
দেশ: সার্বিয়া।
ফিফা র্যাংকিং: ৩৪।
বিশ্বকাপের গ্রুপ: 'ই'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ১১ বার।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১৯ বার।
প্রথম বিশ্বকাপ: ১৯৩০।
সবশেষ বিশ্বকাপ: ২০১০।
বিশ্বকাপে সেরা সাফল্য: চতুর্থ স্থান- ১৯৩০, ১৯৬২।
ফিফা বিশ্বকাপের অলটাইম র্যাংকিং: ১২, পয়েন্ট: ৫৯।
কোচ: ম্লাদেন কাসটাজিক (বসনিয়া এন্ড হার্জেগোভিনা)।
অধিনায়ক: ব্রানিসলাভ ইভানোভিস।
তারকা ফুটবলার:
ব্রানিসলাভ ইভানোভিস- ২০১২ সাল থেকে সার্বিয়ার অধিনায়ক। চেলসির হলে তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ এবং একটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। বর্তমানে রাশিয়ার জেনিত সেন্ট পিটার্সবার্গের হয়ে খেলছেন।
চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক:
ভ্লাদিমির স্টোজকোভিক, প্রেদরাগ রাজকোভিক, মার্কো দিমিত্রোভিক।
ডিফেন্ডার:
আন্তোনিও রুকাভিনা, দুস্কো তোসিক, ইউরোজ স্পাজিক, ব্রানিস্লাভ ইভানোভিক, আলেকজান্ডার কোলারভ (অধিনায়ক), মিলোস ভেলজকোভিক, মিলান রোদিক, নিকোলা মিলেনকোভিক।
মিডফিল্ডার:
লুকা মিলিভোজেভিক, আন্দ্রিজা জিভকোভিক, দুজান তাদিক, মার্কো গ্রুজিক, ফিলিপ কোস্তিক, নেমানজা ম্যাটিক, সার্গেই মিলিনকোভিক-সাভিক, অ্যাদেম এলজাজিক।
স্ট্রাইকার:
আলেকজান্ডার মিত্রোভিক, আলেকজান্ডার প্রিজোভিক, নেমানজা রাদোনজিক, লুকা জোভিক।
সময়সূচি
দিন |
ম্যাচ |
সময় |
ভেন্যু |
১৭ জুন |
কোস্টারিকা - সার্বিয়া |
সন্ধ্যা ৬টা |
সামারা এরেনা |
২২ জুন |
সার্বিয়া - সুইজারল্যান্ড |
রাত ১২টা |
কালিনিনগ্রাদ স্টেডিয়াম |
২৭ জুন |
ব্রাজিল - সার্বিয়া |
রাত ১২টা |
স্পার্টাক স্টেডিয়াম |
যেমন ছিলো বিশ্বকাপের বাছাইপর্ব:
সার্বিয়া ২-২ আয়ারল্যান্ড
সার্বিয়া ১-১ ওয়েলস
সার্বিয়া ৩-২ অস্ট্রিয়া
সার্বিয়া ১-০ জর্জিয়া
সার্বিয়া ৩-০ মালদোভা
আয়ারল্যান্ড ০-১ সার্বিয়া
ওয়েলস ১-১ সার্বিয়া
অস্ট্রিয়া ৩-২ সার্বিয়া
জর্জিয়া ১-৩ সার্বিয়া
মালদোভা ০-৩ সার্বিয়া