২০২৬ বিশ্বকাপের আয়োজক হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো।
২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল মরক্কো। তবে, বুধবার (১৩ জুন) এই তিন দেশের কাছে তারা ১৩৪-৬৫ ভোটের ব্যবধানে হেরে যায়।
এরফলে ১৯৯৪ সালের পর আবারও উত্তর আমেরিকায় ফিরবে ফুটবল বিশ্বকাপের আসর। সেবার যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক দর্শক এবং আয়ের রেকর্ড গড়েছিল ফিফা।
এরআগে, গতকাল ফিফার সভা শেষে সভাপতি ইনফান্তিনো জানিয়েছিলেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপের পর থেকে বিশ্বকাপের টুর্নামেন্ট আয়োজনে একদেশকে নয় বরং একাধিক দেশকে দায়িত্ব দেয়ার কথা বিবেচনা করছে ফিফা।
২০২৬ বিশ্বকাপের আয়োজক তিন দেশ হলেও বেশিরভাগ খেলাই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। মোট ৮০টি ম্যাচের মধ্যে মাত্র ১০টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে কানাডা এবং মেক্সিকোতে। বাকি ৬০টি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে, যার মধ্যে নিউ জার্সির মেটলিফ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচটিও আছে।
উত্তর আমেরিকায় এ পর্যন্ত তিন বার বিশ্বকাপের আয়োজন হয়েছে। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র এবং ১৯৭০ ও ১৯৬৮ সালের আয়োজক ছিল মেক্সিকো। ২০২৬ সালেই প্রথম বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে কানাডা।