চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ৬০০ উত্তরপত্র পুড়িয়ে দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কমিটি গঠনসহ হাটহাজারি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনের চতুর্থ তলার ৩টি কক্ষের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় ৯টি পরীক্ষার ৬০০ উত্তরপত্র পুড়িয়ে দেয়ার পাশাপাশি ভবনের সিসি ক্যামেরাগুলোও নষ্ট করেছে দুর্বৃত্তরা।