নেত্রকোনায় এক চালককে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব বিরোধের জেরে ২০১১ সালের ১৪ জুন বিজয়পুরের রিপনকে হত্যার পর তার মোটরসাইকেল চুরি করে রুবেল ও তার দুই সহযোগী। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা করেন।
পরে ৩০ নভেম্বর ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। দীর্ঘ যুক্তিতর্ক শেষে আজ এ মামলায় প্রধান আসামি রুবেলের মৃত্যুদণ্ড এবং আশরাফুল ও আলামীনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেয়া হয়।