আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার জামিনের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে বোঝা যায়, এ দেশের বিচার ব্যবস্থা স্বাধীন। তারা স্বাধীনভাবে তাদের কর্তব্য পালন করে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।'
বুধবার (১৬ মে) সকালে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, 'জনগণের ভোটে নির্বাচিত এই সিটি করপোরেশনকে যারা প্রত্যাখান করেছে, আগামী নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করবে। খুলনা সিটি করপোরেশনের জনগণের ভোট যারা অস্বীকার এবং প্রত্যাখান করে, জনগণও তাদের প্রত্যাখান করবে।'
তিনি আরো বলেন, 'বেগম জিয়া জামিন পেয়েছেন, এখানে আমাদের কিছু বলার নেই। এটা আদালতের বিষয়, আদালতের এখতিয়ার। আদালতের আদেশে তিনি দণ্ড পেয়ে জেলে গেছেন। আদালতের আদেশে তিনি জামিনও পেতে পারেন আবার মুক্তিও পেতে পারেন।'
'তবে দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থার পরিবর্তন হবে না। জামিনের আদেশ আদালত দিয়েছে এর মধ্য দিয়ে বোঝা যায়, এ দেশের বিচার ব্যবস্থা স্বাধীন। তারা স্বাধীনভাবে তাদের কর্তব্য পালন করেন, এখানে সরকারের কোন হস্তক্ষেপ নেই।'