যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে অব্যাহত ভারি বর্ষণে ধ্বসে পড়েছে গুরুত্বপূর্ণ অধিকাংশ রাস্তাঘাট। এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। অন্যদিকে, দেশটির নর্থ ক্যারোলাইনায় প্রচণ্ড ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। ঝড়ের কবলে পড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রজুড়ে গত এক সপ্তাহ ধরে চলা তীব্র তুষারপাত পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, কয়েকটি অঙ্গরাজ্যে তুষারপাত এখনও অব্যাহত রয়েছে।
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কুয়ে অঞ্চলে গত এক সপ্তাহ ধরে চলা ভারি বৃষ্টিপাতের কারণে দেখা দিয়েছে প্রবল বন্যা। এতে ভেসে গেছে গুরুত্বপূর্ণ সব স্থাপনা ও ফসলাদিসহ গবাদিপশু। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।
অন্যদিকে, সোমবার উত্তর ও দক্ষিণ কেরোলিনায় অঙ্গরাজ্যের পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় শক্তিশালী ঝড় বয়ে যায়। প্রচণ্ড ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। পাশাপাশি ঝড়ো বাতাসের কারণে কয়েক হাজার ঘর-বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। এছাড়া গ্রীন্সবোরো অঙ্গরাজ্যেও ঝড়ের কবলে পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় এক নাগরিক বলেন 'আমি ভয়াবহ ঝড়ের কবলে পড়ি। তখন আমার সঙ্গে সন্তান ছিল। সে খুবই ভয় পেয়েছে। এছাড়া এ শক্তিশালী ঝড়ে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে।'
এদিকে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিতে পড়েছে স্থানীয়রা। বিরূপ আবহাওয়ার কারণে জনসাধারণের চলাচলে জারি করা হয়েছে সর্তকতা। সোমবার ঝড়ের আঘাতে অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া অঞ্চলটিতে ঝড়ের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র তুষারপাত। এতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।