ইউরোপের বিভিন্ন দেশের ভিসা জাল করে প্রতারণার অভিযোগে রাজধানীর কয়েকটি স্থান থেকে চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই চক্রটি দীর্ঘদিন ধরে এই কাজে জড়িত বলে জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। একটি দেশের ভিসা পাওয়ার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সংগ্রহ করে তারা। এ পর্যায়ে গ্রাহকের কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়া হয় না। যাতে ভিসা পেতে ইচ্ছুকদের আস্থা অর্জন করা যায়।
পরে একটি আসল ভিসা সংগ্রহ করে টাকা যেভাকে জাল করে ঠিক সেইভাবে কম্পিউটারের সাহায্যে ভিসা জাল করে। মূল ভিসায় যেসব নিরাপত্তা সূচক নির্দেশক থাকে জাল ভিসাতেও কৌশলে সেসব বসিয়ে দেয়া হয়। ভিসা হয়ে গেলে পরে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।