ভুয়া ঋণ জালিয়াতির আলাদা চার মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৬৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাদের সবাইকে ৪কোটি ২ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। একই অভিযোগে অন্য দুই মামলায় দুইজনকে ১৭ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। ৬৮ বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ হারুণ, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম মোহাম্মদউল্লাহ, সাবেক এসইভিপি মাহমুদা হোসেন, সাবেক ইভিপি কামরুল ইসলাম এবং সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।
আর অন্য দুই মামলায় ব্যাংকটির সাবেক এভিপি তরিকুল ইসলাম ও গ্রাহক সালাউদ্দিনকে ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা নিজে লাভবান হবার জন্য একে অপরের সহযোগিতায় ভুয়া ঋণপত্রের মাধ্যমে ৪ কোটি টাকা ঋণ প্রদান করে।
পরে এ ঘটনায় ২০০৬ সালে আলাদা করে ৪টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০১৩ সালে এদের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। দণ্ডপ্রাপ্ত সব আসামিই পলাতক।