জার্মান কাপের সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ এবং বায়ার লেভারকুসেন। বে অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া একটায়।
গেলবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ এবারো আছে দুর্দান্ত ফর্মে। পাঁচ ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বুন্দেসলিগাও। সবশেষ পাঁচ ম্যাচেও অপরাজিত বাভারিয়ানরা। এরমধ্যে বরুশিয়া ডর্টমুন্ড এবং বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে পেয়েছে বড় দুটি জয়।
অন্যদিকে, বায়ারও আছে ভালো ফর্মে। বুন্দেসলিগায় চলতি মৌসুমে টেবিলের তিনে আছে দলটি। মুখোমুখি লড়াইয়ে অবশ্য জয়ের পাল্লা ভারী বাভারিয়ানদের। তবে এই লেভারকুসেনের মাঠে বছর তিনেক আগে হারতে হয়েছিল বায়ার্নকে।
সেই ম্যাচটিও অনুপ্রেরণা যোগাতে পারে লেভারকুসেনকে। ইনজুরির কারণে এই ম্যাচেও বায়ার্নের সাইডবেঞ্চে থাকতে হবে ম্যানুয়েল নয়্যার ও কিংসলে কোমানকে। সঙ্গে সম্প্রতি চোট পাওয়া আরতুরো ভিদালও আছেন সংশয়ে।