আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
এই কমিটির কো-চেয়্যারম্যান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম এবং সদস্য সচিব হিসেবে ওবায়দুল কাদেরকে মনোনীত করা হয়েছে।
সোমবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে তথ্য জানানো হয়।
এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা।