নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক র্যালি করেছেন রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের রবীন্দ্র নজরুল চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানের নেতৃত্বে অংশ নেন ২৪টি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালি নিয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারো কলেজে গিয়ে শেষ হয়। এসময় পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
পাশাপাশি দ্রুত মরদেহ সনাক্ত করে দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের দাবি জানানো হয়।
আগামীকাল নিহতদের আত্মার মাগফিরাত কামনায় কলেজের পক্ষ থেকে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
গত সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে 'ইউএস-বাংলা'র বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটির ৭১ আরোহীদের মধ্যে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫১ জন।
তাদের মধ্যে ২৮ বাংলাদেশি, ২২ নেপালি এবং চীনের একজন নাগরিক রয়েছেন বলে জানিয়েছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই ফ্লাইটের জীবিত উদ্ধার ২২ আরোহী কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি ও ১১ জন নেপালের নাগরিক।