আবারো পঁচা শামুকে পা কাটালো রিয়াল মাদ্রিদ। লা লিগায় এস্পানিওলের মাঠে স্বাগতিকদের সঙ্গে ১-০ গোলে হেরে গেলো লস বাঙ্কোরা।
টানা ৪ ম্যাচ জয় এবং আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ থাকায় রোনালদো-বেনজেমাদের ছাড়াই এ'দিন একাদশ সাজান রিয়াল বস। ইনজুরির কারণে ছিলেন না মদ্রিচ, ক্রুস ও মার্সেলোরাও।
২য় সারির একাদশ নিয়ে তাই এস্পানিওলের আতিথ্য নেয় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ্বের পুরোটা সময় জুড়েই তাই ছন্দহীন ফুটবল খেলে যায় মাদ্রিদিস্তানরা। নিজেদের মাঠে স্বাগতিকরাও ছিলো বিবর্ণ। ম্যাচের ৬৯ মিনিটে ইসকোর বদলি হিসেবে বেনজেমাকে নামিয়ে কিছুটা চাপ সৃষ্টি করেন জিজু।
তবে ডেড লক ভাংতে পারেন নি তিনিও। উল্টো স্রোতের বিপরীতে গিয়ে অতিরিক্ত সময়ে স্বাগতিকদের হয়ে গোল করেন জেরার্ড মোরেনো। আর এই এক গোলেই ২০০৭ এর পর রিয়ালের বিপক্ষে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে এস্পানিওল।