৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় টি-টোয়েন্টি লীগ আইপিএল। ১১তম আসরের জন্য ইতোমধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর পর নিষেধাজ্ঞা কাটিয়ে দুই বছর পর আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। নতুন করে আসা রাইজিং পুনে বাদ পড়েছে।
মুম্বাইয়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রথম কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচের জন্য মুম্বাই ভেন্যু নির্ধারণ করলেও, ঠিক হয়নি দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমেনিটর ম্যাচের ভেন্যু।
বিগত কয়েক বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবারের আসরে দল পরিবর্তন হয়েছে বিশ্ব সেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের। নতুন ঠিকানা সানরাইজার্স হায়দরাবাদ।
আর হায়দরাবাদের হয়ে খেলা মুস্তাফিজ, এবারের আসরে খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। প্রথমবার আইপিএলে সবার নজর কেড়েছিলেন মুস্তাফিজ। তাঁর দল জিতেছে আইপিএল ট্রফিও সেই সাথে দারুণ পারফরম্যান্সের কারণে নির্বাচিত হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার হিসেবেও।
আইপিএলের সূচী জানতে এখানে ক্লিক করুন-