জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত সাবকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগামীকাল বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি। দলটির পক্ষ থেকে সময় নিউজকে এই তথ্য জানানো হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান। এই রায় ৬৩২ পৃষ্ঠার। রায় ঘোষণার পর ওই দিনই রায়ের সত্যায়িত অনুলিপি চেয়ে আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। কিন্তু আজ মঙ্গলবার পর্যন্ত তার এখনো রায়ের অনুলিপি পাননি।