সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ দিলেন কিম জং উন
শীতকালীন অলিম্পিকে সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য দক্ষিণ কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার জন্য বর্তমানের উষ্ণ পরিবেশকে আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উত্তর কোরীয় নেতার বোন কিম ইয়ো জং দেশটির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে শীতকালীন অলিম্পিকে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যান। সফর শেষে দেশে ফিরে কিম জং উনকে দক্ষিণের আতিথেয়তার বিস্তারিত জানালে কিম দেশটির প্রতি সন্তোষ প্রকাশ করেন বলে জানায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন। এতে বলা হয়, সিউলের আন্তরিকতা এবং কোরিয়ার সদস্যদের অলিম্পিকে অগ্রাধিকার দেয়ায় ধন্যবাদ জানিয়েছেন কিম।