স্বাধীনতা কাপ ফুটবলে শেখ রাসেলকে ১-০ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী।
বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে ওঠে গেলো আকাশী-নীলরা।
গ্রুপের অন্য দল টিম বিজেএমসিকে হারিয়ে স্বাধীনতা কাপ শুরু করেছিলো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। বিজেএমসিকে হারিয়েছে শেখ রাসেলও। এ ম্যাচটা ছিলো তাই গ্রুপ সেরা হবার লড়াই। তাতে ঢাকা আবাহনী ছাড় দেয়নি রাসেলকে।
আক্রমণ করেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আকাশী নীলরা। দ্বিতীয়ার্ধেও সুযোগ কাজে লাগাতে পারছিলেন না ঢাকার জায়ান্টরা। কিন্তু তাদের গোল উপহার দিয়ে বসে শেখ রাসেল। আত্মঘাতী গোলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা আবাহনী।
দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপে চ্যাম্পিয়ন আবাহনী। অন্যদিকে ১ ম্যাচ জয়ে ৩ পয়েন্ট নিয়ে রানার্স আপ শেখ রাসেল।