কোপা দেল রে'তে অঘটনের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল লেগানেসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারা। প্রথম লেগে ১-০ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতা থাকায়, অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনালে পৌঁছালো লেগানেস। এদিকে লন্ডন ডার্বিতে চেলসিকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে উঠেছে আর্সেনাল।
লা লিগার শিরোপা'র স্বপ্ন তো ফিকে হয়ে গেছে আগেই। চ্যাম্পিয়ন্স লিগ-ও টিকে আছে আশা নিরাশার দোলাচলে। কারণ সেখানে নক আউট পর্বের কঠিন প্রতিপক্ষ নাম পিএসজি। তাইতো একমাত্র কোপা দেল রে'র শিরোপাটায়ই চোখ ছিলো জিদানের দলের।
ইতিহাস, পরিসংখ্যান কিংবা সাফল্য। এক রোনালদো ছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে সব কিছুই ছিলো রিয়ালের পক্ষে। ৮ মিনিটে ম্যাচের প্রথম আক্রমনটা-ও করে তারাই।
তবে ৩২ মিনিটে স্রোতের উল্টোপথে চলে, ফ্রি-কিক থেকে দারুণ এক গোল লেগানেসকে লিড উপহার দেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার হ্যাভিয়ের ইরাসো।
অবশ্য ঘরের মাঠে সমতায় ফেরতে ১৫ মিনিটের বেশি সময় নি রিয়াল। বিরতির ২ মিনিটের মাথায় লুকাস ভাসকেসের পাস থেকে লস ব্লাঙ্কোদের ম্যাচে ফেরান ইনজুরি থেকে ফেরা করিম বেনজেমা।
তবে এদিন যেন রুপকথাকে সত্যি করারা পণ নিয়েই মাঠে নেমেছিলো মাদ্রিদের অন্যপ্রান্তের ক্লাব লেগানেস। ৫৫ মিনিটে এড়ানোর কর্নার থেকে লেগেনেস'কে, এক কাব্যিক গোল উপহার দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গ্যাব্রিয়েল।
বাকিটা সময় লেগানেসের জমাট রক্ষণদূর্গ নিজের সব সৈন্য সামন্ত দিয়েও ভাঙ্গতে পারেন নি জিদান। ফলাফল নিজেদের ফুটবল ইতিহাসে কোপা দেল'রের কোন ম্যাচে, প্রথম লেগে এগিয়ে থেকেও বিদায় নিতে হলো রিয়াল মাদ্রিদ'কে।
এদিকে গেলো ১ বছরের কম সময়ের মধ্যে ৭ম লন্ডন ডর্বি'তে মুখোমুখি চেলসি ও আর্সেনাল। যেখানে পেদ্রোর পাস থেকে অ্যামিরেটসে ম্যাচের ৭ মিনিটেই হ্যাজার্ডের গোলে লিড অতিথিদের।
এর মিনিট পাঁচেক বাদেই দ্বিতীয় গোলটি করেন চেলসির জার্মান ডিফেন্ডার অ্যান্তেনিও রুডিগা। তবে এবার আর প্রতিপক্ষের নয়, নিজেদের জালেই বল জড়ান তিনি। ফলাফল ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে আরো আগ্রাসী গানার'রা। ৬০ মিনিটে তাদের হয়ে জয় সূচক গোলটি করেন সুইস মিডফিল্ডার গ্রানিত জাকা।
প্রথম লেগ ০-০ গোলে ড্র হওয়ায় ২-১ গোলের দারুণ জয় নিয়ে-ই আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে আসরের ফাইনালে, ম্যানসিটির মুখোমুখি হবে আর্সেনাল।