SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

‘ডিয়ার জিন্দেগি’র পোস্টারে নেই শাহরুখ!

Update: 2016-11-19 10:28:43, Published: 2016-11-19 10:28:44
untitled-1
‘ডিয়ার জিন্দেগি’ নামের নতুন ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান ও আলিয়া ভাট। সে ছবির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে সম্প্রতি। তবে পোস্টারে আলিয়া ভাটের উপস্থিতি লক্ষ্য করা গেলেও সেখানে দেখা যায়নি বলিউড বাদশাহ শাহরুখ খানকে। এ নিয়ে শাহরুখ ভক্তদের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

আগেও ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছিলো। সেখানে ছবির দুই মূল অভিনয়শিল্পী শাহরুখ খান ও আলিয়া ভাটের ছবি ছিল। কিন্তু সম্প্রতি আলিয়ার ইনস্টাগ্রামে দেওয়া এই পোস্টার থেকে উধাও শাহরুখ খান। সেখানে কেবলই আলিয়া ভাটকে দেখা গেছে।

পোস্টারের এ ছবিটি আলিয়া ইনস্টাগ্রামে দিয়ে ক্যাপশন লিখেন ‘জাগো। দুহাত বাড়িয়ে দাও আর শুধু একটু হাসো!’ হ্যাশ ট্যাগ দিয়ে লিখেন ডিয়ার জিন্দেগি। ছবিতে আলিয়ার পরামর্শক হিসেবে অভিনয় করেছেন শাহরুখ।

গৌড়ি শিন্ডে পরিচালিত ছবিটি শিগগিরই দেখা যাবে রুপালি পর্দায়। সিনেমাটি করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও শাহরুখ খানের রেড চিলিস প্রযোজনা করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Update: 2016-11-19 10:28:43, Published: 2016-11-19 10:28:44

More News
loading...

Exclusive Live


সর্বশেষ সংবাদContact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে