অ্যান্থনি ফার্গুসনের মতে, এক দিনের জন্য হলেও জাকারবার্গের ফেসবুক বন্ধ রাখা উচিত, যাতে মানুষ বাস্তব জীবনের কোনো অপরিচিত একজন মানুষের সঙ্গে কথা বলতে উত্সাহী হয়। ফার্গুসনের এই মতের সঙ্গে অনেকে একাত্মতা ঘোষণা করে এক দিন ফেসবুক ছুটি ঘোষণা করার আহ্বান করেছেন, যাতে মানুষ এ সময় আরও সৃজনশীল কোনো কাজ করতে পারেন। ফেসবুক বন্ধ রাখা ছাড়াও ফেসবুকে ‘সরি’ বাটন যুক্ত করার আহ্বান জানিয়েছেন অনেকেই। ফেসবুকে বিভিন্ন বিষয়ে জাকারবার্গ তাঁর মন্তব্য জানালেও এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। গ্রাহকদের এই চ্যালেঞ্জ জাকারবার্গ গ্রহণ করলে বছরে এক দিন অন্তত ছুটি পাবেন ১৩০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী। |