অর্থ বরাদ্দের সমন্বয় করে ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে।
মঙ্গলবার সকালে সংসদের বাজেট অধিবেশনে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে কণ্ঠ ভোটে পাস হয়। জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম, সেলিম উদ্দিন, নুরুল ইসলাম ওমর সহ কয়েকজন সংসদ সদস্য সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেয়।
এসময় অর্থমন্ত্রী জানান, গত অর্থবছরে রাজস্ব আদায় অনেক কম হয়েছে। রাজস্ব ক্ষেত্রে এ স্থবিরতা কাটিয়ে উঠতে পদক্ষেপ নেয়া হচ্ছে। তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জন হয়েছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।
এছাড়া, সম্পূরক বাজেটের আলোচনায় যুক্তি খণ্ডন করার মত খুব বেশি বক্তব্য আসেনি বলেন জানান অর্থমন্ত্রী।