সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু এবং অবকাঠামো নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
বুধবার সকালে শহরের চৌরাস্তায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এ বছর থেকেই শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু ও অবকাঠামো নির্মাণের দাবি জানান।
পরে, সেখান থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করেন তারা। এরপর জেলা প্রশাসকের কাছে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জমা দেয়া হয়।