SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

সবার ওপরে সেলেনা গোমেজ

Update: 2016-12-02 13:13:18, Published: 2016-12-02 13:13:20
gomez
টেইলর সুইফটকে পেছনে ফেলে ২০১৬ সালে ইন্সটাগ্রামে জনপ্রিয় সেলিব্রেটিদের তালিকায় সবার ওপরে উঠে এসেছেন সঙ্গীত তারকা সেলেনা গোমেজ।

গত বৃহস্পতিবার প্রকাশিত ইন্সটাগ্রামের বার্ষিক র‍্যাংকিং দেখা গেছে, সামাজিক এ যোগাযোগ মাধ্যমটিতে ২৪ বছর বয়সী সেলেনার অনুসারীর সংখ্যা ১০৩ মিলিয়ন। তালিকায় দুই নম্বরে থাকা আরেক সঙ্গীত শিল্পী টেইলর সুইফটকে অনুসরণ করেন ৯৩.৩ মিলিয়ন ফলোয়ার।তালিকায় অ্যারিয়ানা গ্র্যান্ড (৮৯.৬ মিলিয়ন) এবং বিয়ন্সে (৮৮.৯ মিলিয়ন) আছেন যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে যেখানে মার্কিন টিভি তারকা কিম কারদাশিয়ান ৮৮.২ মিলিয়ন অনুসারী নিয়ে আছেন পঞ্চম স্থানে।

এ পাঁচ নারী তারকা গতবছরও ছিলেন তালিকার শীর্ষ পাঁচে। এদের মধ্যে কিম কারদাশিয়ান দ্বিতীয় অবস্থান থেকে নেমে গেছে পঞ্চম স্থানে।

এছাড়া ছবি এবং ভিডিওতে লাইকও পড়ার দিক থেকেও সাবার ওপরেই আছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সাবেক এ প্রেমিকা। যদিও গত আগস্টে নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দিয়েছেন বিবার। শুধু তাই নয়, সামাজিক এ মাধ্যমটিকে 'নরকের' সঙ্গে তুলনা করেছেন ২২ বছর বয়সী এ তারকা।

Update: 2016-12-02 13:13:18, Published: 2016-12-02 13:13:20

More News
loading...

Exclusive Live


সর্বশেষ সংবাদContact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে