শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আইসিটি ফেয়ার। রাজধানীর এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারে ছয়শতাধিক দোকান মেলার অংশ নেয়। ক্রেতা টানতে ল্যাপটপ, কম্পিউটারসহ ডিজিটাল পণ্যসামগ্রীর উপর বিশেষ ছাড় দেয়া হয় মেলায়।
প্রযুক্তির সবশেষ ডিভাইস সম্পর্কে জানতে এবং পণ্য কিনতে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিও ছিলো চোখে পড়ার মতো।
প্রযুক্তি দুনিয়ার নানা অনুষঙ্গ নিয়ে রাজধানীর মাল্টিপ্লান সেন্টারে আয়োজন করা হয় ছয় দিনব্যাপী শীতকালীন আইসিটি মেলা। মাল্টিপ্লান সেন্টারের ছয়শরও বেশি দোকান মেলায় অংশ নেয়ায় আয়োজকরা একে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা বলে দাবি করেন।
সর্বনিম্ন ১৬ হাজার টাকায় ল্যাপটপ বিক্রির পাশাপাশি মেলায় আসা ক্রেতাদের জন্য বিভিন্ন প্রযুক্তি পণ্যে বিশেষ অফারও দিচ্ছেন বিক্রেতারা।
দশ টাকায় টিকিট কিনে ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করেন মেলায়। সাধ্যের মধ্যে পছন্দের প্রযুক্তি পণ্য কিনতে পারায় খুশি ক্রেতারা।
আয়োজকরা জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী মেলা শেষ হলেও ক্রেতাদের জন্য প্রয়োজনে মেলায় দেয়া অফারগুলো আরো কয়েকদিন থাকতে পারে।
এছাড়া, মেলায় পণ্য বিক্রির হিড়িকে নকল পণ্য কিনে ক্রেতারা যাতে না ঠকেন সেব্যাপারে তৎপর ছিলেন তারা।