কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। ফলাফল ঘোষণার আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান শিথিল হবে না বলেও জানান তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা ব্যাক্তি ও দল হতে কোন অভিযোগ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে আরো সুষ্ঠ,অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে বলে জানান তিনি। সে কারণে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা ছাড়ায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।