SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

রংপুর-কুমিল্লার প্লে অফ নিশ্চিত, অনিশ্চিত সিলেট

Update: 2015-12-08 15:55:52, Published: 2015-12-08 15:55:52
bpl-points
সোমবারের দু'ম্যাচের পর, অনেকটাই সহজ হয়ে গেছে বিপিএলের পয়েন্ট টেবিলের সমীকরণ। প্লে অফ নিশ্চিত করেছে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সাকিবের রংপুর রাইডার্স। অন্যদিকে সিলেট সুপারস্টার্সের প্লে অফে খেলাটা প্রায় অনিশ্চিত বলা যায়।

৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লার সমান ১২ পয়েন্ট থাকলেও, এক ম্যাচ বেশী খেলায় রংপুর রাইডার্স আছে টেবিলের ২য় স্থানে।

টানা দু'ম্যাচ হারলেও, বরিশালের প্লে অফে খেলাটা নিশ্চিতই বলা যায়। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। তবে পয়েন্ট টেবিলের পরের তিন দলের জন্যই কাগজে কলমে এখনো প্লে অফে খেলার সুযোগ টিকে আছে।

তারকাবহুল ঢাকা ডাইনামাইটস ৭ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে আছে ৪র্থ স্থানে। আর সমান ৮টি করে ম্যাচ খেলে সমান ৪ পয়েন্ট নিয়ে ৫ম ও ৬ষ্ঠ স্থানে যথাক্রমে আছে সিলেট সুপারস্টার্স ও চিটাগং ভাইকিংস।

Update: 2015-12-08 15:55:52, Published: 2015-12-08 15:55:52

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে