যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অ্যানাপলিসে অগ্নিকাণ্ড
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডে অ্যানাপলিসে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার এই ঘটনায় ১৬'শ স্কয়ারফিটের বাড়িটির প্রায় পুরোটাই ধ্বংস হয়ে যায়।
তবে এই সময় বাড়িতে কেউ না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটে নি বলে জানিয়েছে গণমাধ্যম। অ্যানাপলিসের এই বাড়িটি এর কাঠামোর জন্য ওই অঞ্চলে বেশ প্রসিদ্ধ।
প্রায় দুর্গের আদলে তৈরি বাড়িটি শহরের এক প্রান্তে গ্রামের কাছাকাছি হওয়ায় সেখানে পানি এনে আগুন নেভাতে অনেক বেগে পেতে হয় বলে জানায় দমকল বাহিনী। প্রায় তিনঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে তারা।