পদ্মা সেতু নিয়ে দুর্নীতির মিথ্যা অভিযোগের ব্যাখ্যা না দিলে আগামীতে বিশ্ব ব্যাংকের আর কোনো ফাণ্ড বাংলাদেশ নেবে কিনা তা ভেবে দেখা হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বিকেলে রাজধানীর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'সন্দেহের বশবর্তী হয়ে বিশ্ব ব্যাংক কেন আমাদের অপমান করলো জাতি হিসেবে তার জবাব চাই। উত্তর যদি না পাই তাহলে আমাদের কোন প্রকল্পে বিশ্ব ব্যাংকের কোন ফান্ড আসবে কি আসবে না সেটা গভীরভাবে ভেবে দেখতে হবে।'