চুল নিয়ে খুব যন্ত্রণায় আছেন? চুল পড়ে যাচ্ছে, আগা ফাটা, সোজা চুল বাঁকা হয়ে যাওয়াসহ নানা সমস্যায় জর্জরিত। খুশকির কথা তো বাদই দেওয়া হলো। শ্যাম্পু চেঞ্জ করেও কাজ হচ্ছে না। এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে কন্ডিশনার বদলানো। কৃত্রিম কন্ডিশনার পালটে নিজেই কন্ডিশনার বানিয়ে নিন।
মধু কন্ডিশনার
১/২ কাপ মধু, ৪ টেবিল চামচ অলিভ অয়েল এক সাথে মিশিয়ে বোতলে ভরে রাখুন। তারপর গোসলের আগে চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ দিয়ে মাথাটি ঢেকে ৩০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে এটি আপনার চুলকে শক্তিশালী করবে এবং চুল পড়া কমাবে।
মেয়োনেজ কন্ডিশনার
চুল ডিপ কন্ডিশন করার কাজে মেয়োনেজের চেয়ে সস্তা আর উপকারী উপাদান আর কিছুই নেই। এক কাপ মেয়োনেজ ( চুলের দৈর্ঘ্য অনুযায়ী ), ২ টেবিল চামচ অলিভ অয়েল, ১ টেবিল চামচ বাদামের তেল নিন। তারপর ভালোভাবে মিশিয়ে মিশ্রণটিকে ১৫ মিনিট এভাবেই রেখে দিন। উপাদানগুলো যেন আরও ভালো ভাবে মিশে যায়। এরপর চুলের গোড়ায় ম্যাসেজ করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা পর চুল শ্যাম্পু করে ফেলুন। চুল ছোট হলে আধ কাপ হলেই চলবে। এটি মাসে একবার ব্যবহার করলে চুল থাকবে ঝরঝরে।