ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্য ছাড়ের নানা অফার চলছে গাড়ি ও মোটর সাইকেল বিক্রেতা প্রতিষ্ঠান গুলোর স্টল প্যাভিলিয়নে।
বিক্রির পাশাপাশি নিজেদের নতুন পণ্যের সাথে ক্রেতাদের পরিচিত করানো এবং প্রচারণাকে মেলায় স্টল নেয়ার অন্যতম উদ্দেশ্য বলে জানালেন এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। দর্শনার্থীদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছে দেশী ও বিদেশী অপেক্ষাকৃত জ্বালানী সাশ্রয়ী বাইক ও স্কুটি।
নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের এমন অনেকেরই আগ্রহ বাইকের প্রতি। তবে নারীদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে স্কুটি। সকাল বেলা মেলায় দর্শক সমাগম কম থাকলেও, এর মধ্যেও অনেকেই হাজির হন বাইক এর শো'রুম গুলোতে।
ক্রেতা আকর্ষণের জন্য নানা অফারের সমাহার মোটর সাইকেল ও গাড়ির স্টল-প্যাভিলিয়নগুলোতেও। অনেকেই দিচ্ছেন মূল্য ছাড়ের অফার। কেউবা সাজিয়ে রেখেছেন কিস্তি সুবিধাসহ নানা উপহারের পসরা। অনেক কোম্পানি হাজির হয়েছে তাদের আধুনিক ও নতুন মডেলের গাড়ি ও বাইক নিয়ে।
তারা বলছেন, শুধু বিক্রির উদ্দেশ্যে নয়। বরং বাজারে আনা কোম্পানির নিত্য নতুন পণ্যের সঙ্গে ক্রেতাদের পরিচয় করিয়ে দেয়াই তাদের প্রধান উদ্দেশ্য।