SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

বাণিজ্য মেলায় বাড়তি চাপ ইলেক্ট্রনিক্স পণ্যের শো-রুমে

Update: 2017-01-07 10:13:31, Published: 2017-01-07 10:13:32
ditf-electronix-jpg-ed
বাড়তে শুরু করেছে বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা। সব স্টলে কমবেশি ভিড় থাকলেও বাড়তি চাপ রয়েছে ইলেক্ট্রনিক্স পণ্যের শো-রুমে। একই জায়গায় সবধরনের পণ্য পাওয়ায় সহজেই নিজের পছন্দের পণ্যটি বেছে নিতে পারছেন, ক্রেতা- দর্শনার্থীরা।

প্রযুক্তির উৎকর্ষতায় দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন ইলেক্ট্রনিক্স পণ্য। পাশাপাশি পুরনো পণ্যেও যুক্ত হচ্ছে নতুন নতুন মাত্রা। অত্যাধুনিক এসব ইলেক্ট্রনিক্স পণ্য বিশ্বকে যেমন মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে, তেমনি উৎসাহিত করছে অজানাকে জানার। আর তাই বাণিজ্য মেলায় বাড়তি ভিড় ইলেক্ট্রনিক্স পণ্যের শো-রুম গুলোতে।

গ্রাহকদের সুবিধা ও চাহিদার কথা মাথায় রেখে একই স্টলে টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ও ফ্রিজ'সহ বিভিন্ন প্রযুক্তি পণ্যের পসরা সাজিয়েছে, দেশিয় ব্র্যান্ডগুলো। পণ্যের দামে ছাড় আর নানা অফার থাকায় ক্রেতারা তাদের বাজেটের মধ্যেই কিনতে পারছেন কাঙ্ক্ষিত পণ্যটি।

মেলার শুরুতে বিক্রি কিছুটা কম হলেও দিন বাড়ার সাথে সাথে বিক্রিও বাড়ায় খুশি উৎপাদক প্রতিষ্ঠানগুলো।

তবে শুধুমাত্র বিক্রির উদ্দেশ্য নয় পণ্যের প্রচারের লক্ষ নিয়েও অনেকে এসেছেন এবারের বাণিজ্য মেলাতে।

Update: 2017-01-07 10:13:31, Published: 2017-01-07 10:13:32

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে