SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

বাণিজ্যমেলায় বেড়েছে ক্রেতা-দর্শনার্থী

Update: 2017-01-06 20:58:12, Published: 2017-01-06 20:58:13
ditf1
বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা বাড়তে শুরু করেছে। মেলা শুরুর পর প্রথম শুক্রবার দুপুরের পর থেকেই ভিড় বাড়তে থাকে এবং সন্ধ্যার পর বেশ মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

সাপ্তাহিক ছুটি হওয়ায় অনেকেই পরিবার পরিজন নিয়ে মেলায় এসেছেন । মেলার সব স্টল ও প্যাভিলিয়নেই কমবেশি ভিড় দেখা যায় ।

তবে প্রসাধনী পণ্য, ইলেকট্রনিক্স, গৃহস্থালির তৈজসপত্র ও আসবাবপত্রের প্রতি ক্রেতা দর্শনার্থীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি । ক্রেতারা জানান একই জায়গায় সবধরনের পণ্য পাওয়ায় তারা সহজেই নিজেদের পছন্দে অনুযায়ী কিনতে পারছেন।

বিক্রেতারা জানান মেলার ষষ্ঠ দিনে আজ গত কয়েকদিনের তুলনায় বিক্রি অনেকটাই বেড়েছে। জানা যায় মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যে বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থাও রেখেছে।

Update: 2017-01-06 20:58:12, Published: 2017-01-06 20:58:13

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে