সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বরিশাল নগরজুড়ে পুলিশের তল্লাশি জোরদার করা হয়েছে। আশকোনায় জঙ্গি হামলা ও খিলগাওয়ে হামলার চেষ্টার ঘটনায় পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্ক অবস্থান নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে, শহরের কর ভবন, বিমানবন্দর সড়ক ও বাংলাদেশ ব্যাংক মোড়সহ সাতটি পয়েন্টে চেকপোস্ট বসায় পুলিশ। চেকপোস্টে প্রতিটি যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি করা হচ্ছে।
এ সময়, বেশকিছু অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া, পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের অবস্থান দেখা গেছে অনেক এলাকায়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চেকপোস্টের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় স্থাপনা, সরকারি ভবন ও শিক্ষাপ্রতিষ্ঠান আশপাশেও নিরাপত্তা বাড়ানো হয়েছে।