SOMOYNEWS.TV

বঙ্গবন্ধু গোল্ড কাপ: মামুনুলদের টার্গেট সেমিফাইনাল

Update: 2015-01-21 00:52:23, Published: 2015-01-21 00:52:23
বঙ্গবন্ধু গোল্ড কাপ: মামুনুলদের টার্গেট সেমিফাইনাল
বঙ্গবন্ধু গোল্ড কাপকে সামনে রেখে জাতীয় ফুটবল দলকে অনুপ্রেরণা দিতে দলের সঙ্গে দেখা করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। মঙ্গলবার বাফুফে ভবনে জাতীয় দলের আবাহনীর কাছে হারের কারণ সম্পর্কেও দলের সদস্যদের কাছে জানতে চান তিনি। এদিকে, আসন্ন এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার প্রতিশ্রুতিও দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

বঙ্গবন্ধু গোল্ডকাপ দরজায় কড়া নাড়ছে। কোচ লোডউইক ডি ক্রুইফ কবে আসছেন তা এখনো অনিশ্চিত। এমন অবস্থায় বর্তমান কোচ সাইফুল বারী টিটুর অধীনে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পে প্রতিদিন দু'বেলা করে অনুশীলন করছে বাংলাদেশ। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে ২-০ গোলে হার বেশ বড়সড় আকারে ধাক্কাই দিয়েছে জাতীয় দলের আত্মবিশ্বাসে।

সেই চির ধরা মনোবলকে আবার চাঙ্গা করতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন জরুরি বৈঠকে বসলেন দলের ফুটবলারদের সাথে। জানতে চাইলেন হারের কারণ। দলের মধ্যে কোথাও কোন সমস্যা আছে কিনা সেটিরও খোঁজ-খবর নিলেন বাফুফে বস। আর, এই সভার মাঝেই দলকে অনুপ্রেরণা দিলেন আসন্ন টুর্নামেন্টে ভালো করার।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু বলেন, 'তিনি খেলোয়াড়দেরকে অনুপ্রাণিত করেছেন এবং এই বঙ্গবন্ধু গোল্ডকাপের গুরুত্বটি সবার কাছে তুলে ধরেছেন।'

সব তিক্ততা ভুলে এই আসরের সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ। বাফুফের অভিভাবকের সাথে কথা বলার পর এই প্রতিশ্রুতিই শোনা গেল মামুনুল ও এমিলিদের কণ্ঠে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল বলেন, 'সেমিফাইনালের টার্গেট নিয়ে আমরা খেলবো, আর এই টুর্নামেন্টে ভালো খেলাটা আমাদের জন্য জরুরি, বিশেষ করে আমাদের ফুটবলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ।'

আর স্ট্রাইকার এমিলি বলেন, 'আমরা তাকে আমাদের লক্ষ্য জানিয়েছি, এবং আমরা সেমিফাইনাল খেলার ব্যাপারে আমাদের আশাবাদের কথা জানিয়েছি।'

আর ফুটবলারদের মুখের এই আত্মবিশ্বাস মাঠের খেলায় প্রমাণ করতে পারলেই আবারো ফুটবলের সাফল্যে গর্জে উঠবে বাংলাদেশ।

Update: 2015-01-21 00:52:23, Published: 2015-01-21 00:52:23

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

Lavel-9, Nasir Trade Centre,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে