বালু দিয়ে ভাস্কর্য তৈরি। এ শিল্পকর্মটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আর সেই শিল্পকর্ম নিয়েই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হয়ে গেলো ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট কমপিটিশন। এ প্রতিযোগিতায় যোগ দিয়েছেন বিশ্বের বিখ্যাত বালু চিত্রশিল্পীরা।
চারিদিকে সবাই ব্যস্ত নিজের মতো করে ভাস্কর্য তৈরিতে। কেউ বড় মূর্তি বানাচ্ছেন, কেউবা প্লেন।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত বার্ষিক ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট কমপিটিশনে দেখা গেল এমনই চিত্র।
তৃতীয়বারের মতো ফ্লোরিডায় হচ্ছে এ প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্র, কানাডা ও সিঙ্গাপুরের ৬ জন প্রসিদ্ধ বালু চিত্রশিল্পী এতে অংশ নেন। শুধুমাত্র বালু আর পানি দিয়ে বালু চিত্রশিল্পীরা এখানে তৈরি করেছেন বিশালাকার সব স্থাপত্য।
অংশগ্রহণকারীদের একজন বলেন, 'জীবনের কোন না কোন সময় আমরা সবাই বালু দিয়ে খেলেছি। বিভিন্ন ধরনের দৃশ্য বা মূর্তি তৈরি করেছি। এটা সত্যিই খুবই চমৎকার।'
আয়োজকরা জানান, ভাস্কর্যগুলো তৈরি করতে প্রত্যেক শিল্পীকে দেয়া হয় প্রায় ১৫ হাজার টন বালু। এছাড়া শিল্পীরা স্বাধীনভাবে তাদের স্থাপত্যের বিষয় নির্বাচন করেছেন। তাই পর্যটকরা এখানে দেখতে পান তাদের পছন্দের স্থাপত্য।
এবারের প্রতিযোগিতায় অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ের মুকুটটি নেন নিয়েছেন মর্গান রাডলফ।