পাকিস্তানের করাচিতে ৫০ জোড়া হিন্দু দম্পতি গাঁটছড়া বাঁধলেন একসাথে। পাকিস্তান হিন্দু কাউন্সিলের উদ্যোগে এই গণবিয়ের আয়োজন করা হয়।
করাচির YMCA মাঠে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এ সময় ঐতিহ্যবাহী পোশাকে মণ্ডপে হাজির হন বর-বধুরা। ১শ জন বর-কনে ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তাদের আত্মীয়-স্বজনরা। কাউন্সিলের পক্ষ থেকে প্রত্যেক দম্পতির জন্য নগদ অর্থ, গহনা ও গৃহস্থালি সামগ্রীর ব্যবস্থা করা হয়।
গত ৭ বছর ধরে এধরনের গণবিয়ের আয়োজন করে আসছে পাকিস্তান হিন্দু কাউন্সিল। মুসলিম অধ্যুষিত পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের ৫৪ লাখ মানুষ বসবাস করে।