এবার ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত রোমান্টিক ঘরানার জনপ্রিয় ‘জানে দো না’ গানটিতে এবার দেখা যাবে সানি লিওনকে।
তার সঙ্গে থাকবেন রাম কাপুর। আপকামিং কমেডি সিনেমা ‘কুছ কুছ লোচা হ্যায়’ এর জন্য নতুন করে তৈরি করা হচ্ছে এই গান। আর সেখানেই ডিম্পলের সেই আবেদন মাখানো ড্যান্স মুভমেন্টগুলোতে এবার নিজের মতো করে আবেদন দিতে দেখা যাবে সানিকে।
|
সিনেমাটির পরিচালক দেবাং ঢোলকিয়া। এ সিনেমায় সানির ভূমিকা একজন জনপ্রিয় অভিনেত্রীর। আর রাম কাপুরের চরিত্রটি গুজরাটি ব্যবসায়ী।
কমেডি ঘরানার এই সিনেমাটি মুক্তির আগেই আলোচনায় এসেছে ১৯৮৪ সালের সাগর সিনেমার জনপ্রিয় ‘জানে দো না’ গানটিকে নতুন রূপে পর্দায় নিয়ে আসার খবরে।
ফলে ডিম্পলের জায়গায় সানিকে কেমন মানাবে সেই জল্পনা শুরু হলেও, অনেকেরই প্রত্যাশা সানিকে নিয়ে। কেননা প্রায় প্রতি সিনেমাতেই আরো আবেদন নিয়ে হাজির হন সানি। তাই সানির উপস্থিতি গানটির নতুন ভারসনকেও জনপ্রিয় করবে, সে প্রত্যাশা সানি ভক্তদের।