SOMOYNEWS.TV

দেশের বিভিন্ন স্থানে অবরোধের প্রতিবাদে মানববন্ধন

Update: 2015-01-20 19:36:31, Published: 2015-01-20 19:36:31
দেশের বিভিন্ন স্থানে অবরোধের প্রতিবাদে মানববন্ধন
দেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতি, হরতাল-অবরোধের প্রতিবাদে দেশের অন্যান্য স্থানেও মানববন্ধন, সমাবেশ, শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম: মঙ্গলবার বেলা ১১টায়, পেশাজীবী সমন্বয় পরিষদের ব্যানারে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা। এতে অংশ নেন শিক্ষক, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। এসময় পুড়িয়ে মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।

ময়মনসিংহ: এদিকে, পেশাজীবী সমন্বয় পরিষদের ময়মনসিংহ শাখার উদ্যোগে জেলা পরিষদের সামনে সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা, মানুষের জানমাল বিনষ্টকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

সিলেট: অন্যদিকে, সাধারণ মানুষের ওপর নির্যাতন বন্ধের দাবিতে সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

রংপুর: এছাড়া, সারাদেশে নাশকতার প্রতিবাদে রংপুর নগরীতে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। পরে রংপুর প্রেসক্লাব ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Update: 2015-01-20 19:36:31, Published: 2015-01-20 19:36:31

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

Lavel-9, Nasir Trade Centre,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে