বাংলাদেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি স্কুলে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাস আল খাইমাহ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত জাতীয় বই বিতরণ ২০১৭, এবং পিএসসি ও জেএসসি ২০১৬ সালের পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে যোগ দিয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান বলেন- বছরের প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়াটা বর্তমান সরকারের অন্যতম সাফল্য। স্কুল পরিচালনা কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব এ. কে. এম মিজানুর রহমান, প্রিন্সিপাল মোহাম্মদ হাবীবুর রহমানসহ আরও অনেকে। দেশের বাইরে বাংলাদেশি স্কুলগুলোতেও বছরের শুরুতে নতুন বই পৌঁছে দেয়ায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।