দিনাজপুরে দু'টি বাসে পেট্রোল বোমা হামলায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানান, এখনো ২ জনের অবস্থা আশংকাজনক।
আহতদের স্বজনরা জানান, রাতে দিনাজপুরের বিরামপুর থেকে ধানবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে আসছিলো। ট্রাকটি ঘোড়াঘাট বাসস্ট্যানান্ডে পৌঁছালে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এসময় ট্রাক চালক গুরুতর আহত হন।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলো আরো একটি ট্রাক। দিনাজপুরের কান্তজির মন্দিরের সামনে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করলে ট্রাকের চালক ও এক যাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।