SOMOYNEWS.TV

দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে পরীক্ষামূলক চা চাষ

Update: 2017-01-10 08:24:45, Published: 2017-01-10 08:24:46
dinaj-tea
কমলা, মাল্টা এবং ড্রাগন ফল চাষে সাফল্যের পর এবার দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে পরীক্ষামূলক চা চাষ। পাহাড়ি অঞ্চলের পর সমতলেও জনপ্রিয় হচ্ছে চায়ের আবাদ। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় এলাকার মানুষ আগ্রহী হচ্ছেন চা চাষে।

কৃষি বিভাগ বলছে, হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ায় ভৌগলিক কারণে দিনাজপুরে চায়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

পঞ্চগড়ে চা বাগান দেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝলঝলি গ্রামের নজরুল ইসলাম উৎসাহী হয়ে ২০১৫ সালের আগস্টে ১ একর জমিতে চা চাষ শুরু করেন। চা গাছে নিবিড় পরিচর্যা, পরিমিত পানি সেচ, জৈব সার ব্যবহার করেন তিনি।

ইতোমধ্যে নজরুল ৬ বার চা পাতা সংগ্রহ করে পঞ্চগড় নর্থ বেঙ্গল চা কারখানায় বিক্রি করে লাভবান হয়েছেন। তার সাফল্য দেখে পাশের গ্রামের শরীফ ২ একর জমিতে চা গাছের চারা রোপণ করেছেন। এখন সেই চা গাছের বয়স ৮ মাস। আর চা বাগান হওয়ায় কাজ পেয়ে শ্রমিকরাও খুশি।

আর ধান চাষের জমিতে চা বাগান দেখে এলাকার মানুষ উৎসাহী হয়ে  অনেকে চা আবাদে আগ্রহ প্রকাশ করেছেন।

হিমালয়ের পাদদেশে দিনাজপুরের অবস্থান হওয়ায় এ অঞ্চলের মাটি ও আবহাওয়া উপযুক্ত হওয়ায় চা চাষের উপযুক্ত বলে জানালেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।

বীরগঞ্জে চা চাষিদের সমন্বয়ে গড়ে উঠেছে চা বাগান উদ্যোক্তা পলাশবাড়ী ঝলঝলি বহুমুখী সমবায় সমিতি। এই সমিতির মাধ্যমে ৩ একর জমিতে ২টি চা বাগান গড়ে উঠেছে।

Update: 2017-01-10 08:24:45, Published: 2017-01-10 08:24:46

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

Lavel-9, Nasir Trade Centre,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে