২০১৬-১৭ অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নতুন অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা।
এরপরও বাজেটে ঘাটতি থাকবে ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। যা অভ্যন্তরীণ ঋণ, বিদেশি সহায়তা থেকে মেটানো হবে। দেশের ৪৬ তম আর নিজের ১০ম বাজেট পেশ করতে কালো ব্রিফকেস হাতে বিকেল সাড়ে তিনটায় সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এরপর বিকেল ৩টা ২৮ মিনিটে স্পিকারের অনুমতি পেয়ে বাজেট বক্তৃতা শুরু করেন। টানা তিন ঘণ্টার বক্তব্যে অর্থনীতিকে শক্তিশালী করতে নানা কর্মকৌশলের বর্ণনা তুলে ধরেন অর্থমন্ত্রী।
বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
১) বিড়ি ও সিগারেট
২) মোবাইল সিম
৩) ওয়াশিং মেশিন
৪) রড ও বার
৫) ইসিজি পেপার
৬) অপটিক্যাল ফাইবার
৭) টেলকম পাউডার
৮) ট্রান্সফরমার
৯) অ্যালুমিনিয়াম ফয়েল।