শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং বোর্ড কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টাইগারদের জয়ের পর টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে ফোন করে এ শুভেচ্ছা জানান।
এসময় প্রধানমন্ত্রী, বাংলাদেশ ক্রিকেট দলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন,'তোমরা ইতিহাস সৃষ্টি করেছো'। 'জয় বাংলা' বলে ফোনে কথা বলা শেষ করেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এ ছাড়াও বাংলাদেশের এ জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।