চট্টগ্রামে নাশকতার চেষ্টায় ২ জনকে এবং কক্সবাজারে পেট্রোল বোমাসহ ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম: মঙ্গলবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর বিআরটিসি এলাকায় ককটেল বিস্ফোরণে সাকিবুল ইসলাম নামে এক শিবির কর্মী গুরুতর আহত হয়েছে। নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে নিজেই আহত হয় বলে জানিয়েছে পুলিশ। পরে, গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, একইসময়ে নগরীর বায়েজিত এলাকায় অক্সিজেন বাস টার্মিনালে বাসে আগুন দেয়ার সময় ফারুক নামে একজনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে পেট্রোল ও দিয়াশালাই উদ্ধার করা হয়।
কক্সবাজার: বুধবার দুপুরে কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকা থেকে ৪টি পেট্রোল বোমাসহ আবদুল্লাহ ও ইউনুছ নামে ২ শিবির কর্মীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু কাগজ-পত্র উদ্ধার করা হয়।