SOMOYNEWS.TV

কর্মসংস্থান না বাড়লে প্রবৃদ্ধির উন্নয়নের সুফল আসবে না: সিপিডি

Update: 2016-05-25 17:22:35, Published: 2016-05-25 17:22:35
cpd
কর্মসংস্থান না বাড়ানো হলে প্রবৃদ্ধির উন্নয়নের সুফল আসবে না বলে মন্তব্য করেছে সিপিডি। ২০১৫ সালে ৭ দশশিক শূন্য দুই শতাংশ প্রবৃদ্ধি হলেও অন্যান্য অর্থনীতির সূচকে তেমন কোনো পরিবর্তন আসেনি। বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশের অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যালোচনায় এসব তথ্য তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়লগ - সিপিডি।

এসময়, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কমার সমালোচনা করে বক্তারা আরো বলেন, সামাজিক নিরাপত্তাখাতে বরাদ্দ বাড়লেও তার বাস্তবায়ন হয়নি। এছাড়া, বর্তমানে বৈদেশিক বিনিয়োগ নেতিবাচক অবস্থানে রয়েছে উল্লেখ করে তারা আরো বলেন, বৈদেশিক শ্রমবাজারে কিছুটা অগ্রগতি হলেও রেমিটেন্স প্রবাহে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হচ্ছে না। পাশাপাশি নতুন ভ্যাট আইন বাস্তবায়নে সরকারকে আরও সহনীয় নীতি অবলম্বনের পরামর্শ দেয়া হয় সিপিডির পক্ষ থেকে।

Update: 2016-05-25 17:22:35, Published: 2016-05-25 17:22:35

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

Lavel-9, Nasir Trade Centre,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে