রাজকীয়ভাবে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। বিশ্বকাপ ২০১৫ শিরোপা দলকে এনে দিয়ে রঙিন পোশাকের ক্রিকেট থেকে অবসর নিলেন এই অজি। সেই সঙ্গে থেমে গেলো ওয়ানডে ক্রিকেটে ৩৩ বছর বয়সী ক্লার্কের এক যুগেরও বেশি সময়ের পথচলা।
আগেই ঘোষণা দিয়েছিলেন বিশ্বকাপ ফাইনালের পর ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন। হলোও তাই। তবে, তা হয়েছে, রাজার মতো। অসাধারণ অধিনায়কত্ব করে নিউজিল্যান্ডকে বেধে ফেলেন ১৮৩ রানে। আর ব্যাট হাতে নেতৃত্ব দেন সামনে থেকে। ৭২ বলে করেন ৭৪ রান। যা অজিদের শিরোপা জিততে সাহায্য করেছে। এদিকে, রঙ্গিন পোষাকে অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ সালে অভিষেক হয় ক্লার্কের।
এরপর অজিদের হয়ে ২৪৫টি ওয়ানডে খেলে ৭ হাজার ৯ শ ৮১ রান করেছেন। ২০১১ বিশ্বকাপের পর ওয়ানডের অধিনায়কের দায়িত্ব পাবার পর, অস্ট্রেলিয়াকে ৭৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টিতে জয় পেয়েছেন ক্লার্ক।
হ্যামস্ট্রিংয় ও পিঠের ইনজুরির কারণে গেলো ক'বছর ধরেই বেশ ভুগছেন অজি অধিনায়ক। আর এমন ইনজুরি জর্জরিত অবস্থায় আগামী বিশ্বকাপে তার খেলার কোনো সম্ভাবনা নেই বলেই, ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ক্লার্ক।