SOMOYNEWS.TV

টিভি দেখতে ক্লিক করুন

এবার রাম কাপুরকে প্রলুব্ধের চেষ্টায় সানি!

Update: 2015-01-06 12:51:55, Published: 2015-01-06 12:50:43
এবার রাম কাপুরকে প্রলুব্ধের চেষ্টায় সানি!
আবারো আলোচনায় সানি লিওন! কার সঙ্গে জড়াচ্ছেন সানি! ছোটপর্দা বলুন আর বড়পর্দাতেই বলুন দু’জায়গাতেই নিজের আলাদা স্থান করে নিতে সক্ষম হয়েছেন। কথা হচ্ছে রাম কাপুরকে নিয়ে। এবার এই তারকার সাথে নাম জড়াতে যাচ্ছে সানি লিওনের!

মুম্বাই মিরর অনুযায়ী সানি লিওন রাম কাপুরকে প্রলুব্ধ করার জন্য একেবারে উঠেপড়ে লেগেছেন। রাম কাপুরকে রূপের জালে বাঁধতে সানি নাকি ডিম্পল কাপাডিয়ার আবেদনে পরিপূর্ণ ‘জানে দো না’ গানে আকর্ষণীয় ভঙ্গিতে নাচবেন।তবে এসবই এই দুই তারকার আপকামিং সিনেমা ‘কুচ কুচ লোচা হে’র গানকে ঘিরে। এই গানে রাম কাপুরকে বেশ আকর্ষণীয় কায়দায় স্নিকে প্রলুব্ধ করতে দেখা যাবে। এই গানের শুটিংয়ের সময়ের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরা হল।

সিনেমার শুটিং করতে করতে বেশ ভাল বন্ধুতেই পরিণত হয়েছেন রাম কাপুর এবং সানি লিওন। শুটিংয়ের এক ফাঁকে সবাই মিলে এভাবেই একসাথে হলেন। সানি এবং রামের সাথে অন্যান্য সদস্যরা। সানি লিওনের সাথে তোলা এই ছবিটি বেশ কিছু দিন আগে রাম কাপুর তার টুইটার একাউন্টে প্রকাশ করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Update: 2015-01-06 12:51:55, Published: 2015-01-06 12:50:43

More News
loading...

সর্বশেষ সংবাদContact Address

89, Bir Uttam CR Dutta Road,
Banglamotor, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Email: info@somoynews.tv
উপরে